ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যবসায়িক পার্টনার মফিজুর রহমান টিপুকে তলব করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাকে আগামী ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী, নাটোর-৩ (সিংড়া উপজেলা) জুনাইদ আহমেদ পলক ও তার পরিবারের সদস্যসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার (পলকের ব্যবসায়িক পার্টনার) বক্তব্য গ্রহণ ও শ্রবণপূর্বক পর্যালোচনা একান্ত প্রয়োজন।
আগামী বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে দুদকের প্রধান কার্যালয়ের (ঢাকার সেগুনবাগিচা) নিচতলায় সাক্ষাৎকার গ্রহণ কক্ষে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।