Logo
Logo
×

জাতীয়

সাবেক ডিবিপ্রধান হারুন, তার স্ত্রী ও ১২ আত্মীয়কে দুদকে তলব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পিএম

সাবেক ডিবিপ্রধান হারুন, তার স্ত্রী ও ১২ আত্মীয়কে দুদকে তলব

সাবেক ডিবিপ্রধান হারুন, তার স্ত্রী ও ১২ আত্মীয়কে দুদকে তলব

নানা দুর্নীতির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ, তার স্ত্রী শিরিন আক্তার এবং ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পৃথক নোটিসে তাদের আগামী ৩১ অক্টোবর ও ৩ নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদকের পাঠানো নোটিসে উল্লেখ করা হয় যে হারুন অর রশীদ, তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। হারুনের স্ত্রী শিরিন আক্তার প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নোটিসে তাদের ৩১ অক্টোবর দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

এছাড়া হারুনের মা জহুরা খাতুন, ভাই এবিএম শাহরিয়ার, চাচা ফরিদ উদ্দিন আহম্মেদ, মো. মতিউর রহমান, খালা মোছা. মিনারা বেগম, মামা মো. সুমরাজ মিয়া, ব্যবসায়িক অংশীদার মো. আলাউদ্দিন আল সোহেল, রাকিব উদ্দিন দেওয়ান রতন এবং চাচাতো ভাই আল রাসেলকে ৩ নভেম্বর দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, হারুন অর রশীদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য গত ১৯ আগস্ট উপপরিচালক জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তা রাজধানীতে দুই ডজনেরও বেশি বাড়ি, শতাধিক ফ্ল্যাট ও প্লটসহ বিদেশে যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দায় গড়েছেন অঢেল সম্পদ।

দুদক এই তদন্ত কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুততার সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত। দেশবাসী এই ঘটনার দিকে গভীর নজর রাখছে, যাতে দুর্নীতির বিরুদ্ধে একটি দৃঢ় বার্তা যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন