বাংলাদেশের সাগরে মাছ ধরার সময় ভারতীয় ২ ট্রলার ও ৩১ জেলে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১১:৪২ পিএম
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় দুটি ট্রলার ও ৩১ জন জেলেকে আটক করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আখতার উদ্দিন 'অপারেশন নির্মূল' এর আওতায় গত ১৪ অক্টোবর থেকে বঙ্গোপসাগরের নিয়োজিত রয়েছে। টহলে থাকার সময় তারা দুটি বিদেশি ট্রলার সনাক্ত করে।
ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন ধাওয়া করে ফিশিং ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরেই আটক করতে সক্ষম হয়। আটককৃত ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল। তাদের সবাই বিদেশি নাগরিক।
আটককৃত ফিশিং ট্রলার ও জেলেদের পটুয়াখালীর কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এসব ট্রলার কোন দেশের তা আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
তবে কলাপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ফিশিং ট্রলার দুটি ভারতের। আটককৃতরা সবাই ভারতীয় নাগরিক। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠনো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।