Logo
Logo
×

জাতীয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

Icon

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

রাজধানীর মহাখালী থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়ান্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে ডিবি।

তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এতে মেয়র পর হারান আতিকুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৭ সালের ঢাকা উত্তরের তৎকালীন মেয়র আনিসুল হক মারা গেলে মেয়র পদটি শূণ্য হয়। এরপর আইনি জটিলতা শেষে ২০১৯ সালে উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত হন তিনি। পরের বছর আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় মেয়র নির্বাচিত হন তিনি।

এর আগে তিনি বিজিএমইএসহ পোশাক খাত সংশ্লিষ্ট একাধিক সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন