প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে যে ৭ দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১১:৩৫ পিএম
প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি : সংগৃহীত
রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে আবারো সংলাপে বসছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে আগামী শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে তারা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।
তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে এবং রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ওই দিন সংলাপ অনুষ্ঠিত হবে। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। এরই ধারাবাহিকতায় আসছে শনিবার দ্বিতীয় দফা সংলাপ হবে।
উপ-প্রেস সচিব জানান, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বিজেপিসহ আরো কিছু রাজনৈতিক দল সংলাপে যোগ দেবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। দেশ ও দশের কল্যাণে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। সামনেও সংলাপ হবে।
গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন দফায রাজনৈতিক সংলাপ শুরু করে অন্তর্বর্তঅ সরকার। যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতসহ বেশ কয়েকটি বড় দল অংশ নেয়। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।