Logo
Logo
×

জাতীয়

গণহত্যার মামলায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় হতাশ সারজিস

Icon

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৫:১৩ পিএম

গণহত্যার মামলায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় হতাশ সারজিস

গণহত্যার মামলায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় হতাশ সারজিস

দুই মাসের বেশি সময় অতিবাহিত হলেও গণহত্যার মামলারগুলোর বিষয়ে আশানুরূপ অগ্রগতি না হওয়া হতাশাজনক বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (১৪ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র -জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী কাওসার মাহমুদের জানাজায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, আন্দোলনে যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের মামলা ঠিকঠাক নেয়া হচ্ছে না। যারা দেশের মানুষের ওপর নৃশংসতা চালিয়েছে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। তারা অনলাইনসহ বিভিন্নভাবে পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, একটা মানুষ কতটা ক্ষমতা পিপাসু হলে, যেই দেশের মানুষের প্রতিনিধি হবার সপ্ন তিনি দেখতেন, সেই দেশের মানুষের বুকে গুলি চালায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এসব খুনিদের বিচার না হলে সেটা দেশের জন্য লজ্জাজনক। একইসাথে এই গণহত্যার বিচার না হলে আর কোন ফ্যাসিস্টের বিরুদ্ধে জনগণ রাস্তায় নামবে না বলেও মন্তব্য করেন সারজিস আলম।

শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকতে দেশের মানুষের উপর গুলি চালিয়েছে শেখ হাসিনা। তাই, অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে বিচারের দাবি করেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন