Logo
Logo
×

জাতীয়

সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৩৮ এএম

সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব

সাংবাদিক মুন্নী সাহা। ছবি : সংগৃহীত

টেলিভিশন উপস্থাপক ও বিশিষ্ট সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব-সংক্রান্ত তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রবিবার (৬ অক্টোবর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে মুন্নী সাহার ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি (ক্লায়েন্ট পরিচিতি) এবং লেনদেনের বিবরণী চাওয়া হয়েছে। পাশাপাশি, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের তথ্যও বিএফআইইউ’র কাছে পাঠাতে বলা হয়েছে।

মুন্নী সাহা দেশের টেলিভিশন সাংবাদিকতায় একজন সুপরিচিত নাম। তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা টেলিভিশনে উপস্থাপন করেছেন। বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভোরের কাগজ পত্রিকায় কাজের মধ্যদিয়ে তার সাংবাদিকতা জীবনের শুরু। এরপর তিনি একুশে টেলিভিশনে যোগ দেন এবং পরে এটিএন বাংলায় কাজ করেন।

সম্প্রতি, মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। জানা গেছে, মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। পদত্যাগের পরে এক বিবৃতিতে মুন্নী সাহা উল্লেখ করেন, পদত্যাগ করা ছাড়া তার আর কোনো বিকল্প ছিল না।

বিএফআইইউ-এর পক্ষ থেকে পাঠানো চিঠির ভিত্তিতে মুন্নী সাহার ব্যাংকিং কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন