Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে আগামী ৯ অক্টোবর: জামায়াত আমির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম

রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে আগামী ৯ অক্টোবর: জামায়াত আমির

রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে আগামী ৯ অক্টোবর: জামায়াত আমির

রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়ার পক্ষে জামায়াত। নির্বাচনের চেয়ে সংস্কার বেশী গুরুত্বপূর্ণ। তবে সংস্কারে কথা বলে অযথা অন্তবর্তী সরকারের মেয়াদ প্রলম্বিত করা যাবে না। এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত ইসলামী বাংলাদেশের আমির বলেছেন, এই অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদের নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে আগামী ৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াত আমির বলেন, এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, সেটা কতদিনের সেটা আমরা জানাব।

জামায়াত সরকারকে দুটি রোডম্যাপ দিয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। আগে সংস্কার, পরে নির্বাচন। এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামায়াত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন