কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় মহাসড়কে জলাবদ্ধতার কারণে ধীরগতি সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বৃষ্টির পানি জমেছে। ফলে মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় জলাবদ্ধতার কারণে ক্যান্টনমেন্টের দুই পাশে সড়কে ১০ কিলোমিটার এলাকায় যান চলাচলের ধীরগতি সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) শেষ বিকেলের দিকে অঝোরে বৃষ্টি শুরু হয় কুমিল্লায়। যা এখনও থেমে থেমে চলছে। শুরুর দিক থেকেই বৃষ্টির তীব্রতা বেশি থাকায় মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে গাড়িগুলো।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় মহাসড়কে জলাবদ্ধতার কারণে ধীরগতি সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ইতোমধ্যেই পানি সরতে শুরু হয়েছে। মহাসড়কে পানি জমে থাকায় গাড়ির যে ধীরগতি চলছে তা কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে। হাইওয়ে পুলিশের কয়েকটি টিম যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে।