Logo
Logo
×

জাতীয়

পোস্টাল ভোটে প্রবাসীদের ব্যাপক সাড়া, দেশে পৌঁছেছে প্রায় দেড় লাখ ব্যালট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

পোস্টাল ভোটে প্রবাসীদের ব্যাপক সাড়া, দেশে পৌঁছেছে প্রায় দেড় লাখ ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীরা ইতোমধ্যে তাদের ব্যালট পেপার দেশে পাঠাতে শুরু করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, এ পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট পেপার বাংলাদেশে এসে পৌঁছেছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান। তাঁর দেওয়া তথ্যমতে, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এরই মধ্যে ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা নির্ধারিত ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।

শুধু প্রবাসী ভোটারই নয়, দেশের ভেতরেও যারা পোস্টাল ব্যালটের জন্য যোগ্য, তাদের মধ্যেও ব্যালট বিতরণ চলছে। নির্বাচন কমিশন জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধনকারী ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

ইসির তথ্যমতে, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দেশের ভেতরে ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেছেন। এদের মধ্যে ২ হাজার ৪২২ জন ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন।

সালীম আহমাদ খান আরও জানান, এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার ভোটারদের অংশগ্রহণকে অনেক সহজ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন