Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে ২৬ দিনে ৫৮ জনের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পিএম

ডেঙ্গুতে ২৬ দিনে ৫৮ জনের মৃত্যু

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন তিনজন। তাছাড়া চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৫৮ জন ডেঙ্গুতে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪১ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৩৮৪ জন।

গত ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ২৬ দিনে ৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৫৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৯ জন, বাকি ১ হাজার ৪৩২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন