Logo
Logo
×

জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন

ঢাকার ২০ আসনে মোট ভোটার প্রায় ৮৫ লাখ, নারী বেশি যে আসনে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

ঢাকার ২০ আসনে মোট ভোটার প্রায় ৮৫ লাখ, নারী বেশি যে আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকার ২০টি আসনে মোট ভোটার ৮৪ লাখ ৭৪ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ লাখ ৫১ হাজার ৪৫০ জন, নারী ভোটার ৪১ লাখ ২৩ হাজার ৪২১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১১৪ জন।

ঢাকার সব আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ঢাকা-১৯ -এ, যেখানে মোট ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯০৬ জন, নারী ৩ লাখ ৬৭ হাজার ১৫১ জন এবং ১৩ জন তৃতীয় লিঙ্গের।

ঢাকার ২০ আসনের মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি মাত্র একটিতে—ঢাকা-২০। এখানে ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ এবং নারী ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন।

অন্যান্য আসনের ভোটার সংখ্যা ও লিঙ্গভিত্তিক বণ্টন কিছুটা এভাবে:

ঢাকা-১: ৫ লাখ ৪৫ হাজার ১৪০ (পুরুষ ২ লাখ ৭৬ হাজার ৫০, নারী ২ লাখ ৬৯ হাজার ৮৫, তৃতীয় লিঙ্গ ৫)

ঢাকা-২: ৪ লাখ ১৯ হাজার ২১৫ (পুরুষ ২ লাখ ১৭ হাজার ৯০৮, নারী ২ লাখ ১ হাজার ৮৫, তৃতীয় লিঙ্গ ৯)

ঢাকা-৩: ৩ লাখ ৬২ হাজার ১৫৯ (পুরুষ ১ লাখ ৮৪ হাজার ৯৭১, নারী ১ লাখ ৭৭ হাজার ১৮৪, তৃতীয় লিঙ্গ ৪)

ঢাকা-৪: ৩ লাখ ৬২ হাজার ৫০৬ (পুরুষ ১ লাখ ৮৬ হাজার ৪৬৭, নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪, তৃতীয় লিঙ্গ ৫)

ঢাকা-৫ থেকে ঢাকা-২০ পর্যন্ত আসনেও ভোটারদের লিঙ্গভিত্তিক বণ্টন এ ধরনের। মোটামুটি দেখা যাচ্ছে, অধিকাংশ আসনে পুরুষ ভোটারদের সংখ্যা নারীর চেয়ে বেশি।

এই পরিসংখ্যান নির্বাচনের প্রস্তুতি ও ভোটারদের অংশগ্রহণের চিত্রকে আরও পরিষ্কারভাবে তুলে ধরে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন