আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে উপস্থাপনের প্রতিবাদ জানালো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপনকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মিয়ানমার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে রাখাইনে ২০১৬-১৭ সালের ‘রোহিঙ্গা নির্মূল অভিযানকে’ সন্ত্রাসবিরোধী হিসেবে বৈধতার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতা ও গণহত্যার ইতিহাসকে আড়াল করার উদ্দেশ্যেও এ ধরনের প্রচেষ্টা চলছে।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগত গোষ্ঠী, যা আরাকান অঞ্চলে শতাব্দীজুড়ে বিকশিত হয়েছে। ১৭৮৫ সালের আগে থেকেই তারা ঐ এলাকায় বসবাস করছে। ‘রোহিঙ্গা’ শব্দের উৎপত্তি এসেছে প্রাচীন আরাকানের রাজধানী ম্রো-হাউং (রোহাং) থেকে। ১৯৮২ সালের নাগরিকত্ব আইন এবং পরবর্তী সময়ে ভোটাধিকার বাতিলের মাধ্যমে তাদের স্বাতন্ত্র্য অস্বীকার করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের দাবির কোনো প্রমাণ নেই এবং রোহিঙ্গারা চট্টগ্রামের সাথে কিছু মিল থাকলেও সম্পূর্ণ আলাদা জাতিগত, সাংস্কৃতিক ও ভাষাগত গোষ্ঠী। রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বানও জানিয়েছে বাংলাদেশ।
একই সঙ্গে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রায় ৫ লাখ বাংলাদেশি রাখাইনে আশ্রয় নিয়েছিল—মিয়ানমারের এ দাবিরও বাংলাদেশ স্পষ্টভাবে প্রতিবাদ জানিয়েছে।



