Logo
Logo
×

জাতীয়

সাপ্তাহিক ছুটিতে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর ঢল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

সাপ্তাহিক ছুটিতে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর ঢল

ছবি : সংগৃহীত

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। বিক্রেতারা ভালো ব্যবসার আশায় রয়েছেন, অনেকে আবার বিক্রি বাড়াতে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছেন।

মেলায় এবারও কাশ্মিরি শাল ও পোশাক ক্রেতাদের আকর্ষণ কাড়ছে। ঘর সাজানোর সামগ্রী বিক্রি হচ্ছে ভালো, নারী ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের স্টলে। পাশাপাশি ইলেকট্রিক বাইকের প্রতিও আগ্রহ বাড়ছে।

বিক্রেতারা জানান, শীত ও কুয়াশার কারণে গত সপ্তাহে আশানুরূপ বেচাকেনা হয়নি। তবে আবহাওয়া অনুকূলে আসায় ক্রেতাদের সমাগম বাড়ছে।

সাপ্তাহিক ছুটির দিনে মেলায় কনসার্টের আয়োজন করা হয়েছে। এছাড়া ই-টিকিট ও ক্যাশলেস কাউন্টার চালু রয়েছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে প্রায় তিনশ’ স্বেচ্ছাসেবী।

‘৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬’ গত ৩ জানুয়ারি পূর্বাচলে উদ্বোধন করা হয়। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন