Logo
Logo
×

জাতীয়

তিন ইস্যুতে ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম

তিন ইস্যুতে ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগসহ তিনটি ইস্যুতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বাইরে ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন থানা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সকাল ১১টার আগে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্বাচন কমিশন ভবনের সামনে উপস্থিত হয়ে কর্মসূচি বাস্তবায়ন করেন।

সভাপতি রাকিব বলেন, “আমরা অনানুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল। এখানে ব্যালট পেপার ইস্যুসহ একাধিক বিষয় রয়েছে। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবও স্পষ্ট হয়ে উঠেছে।” তিনি আরও জানান, জবাবদিহিতা নিশ্চিত করতেই তারা এ কর্মসূচি পালন করছেন। যদি জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ছাত্রদল যে তিন অভিযোগে কর্মসূচি দিয়েছে, সেগুলো হলো—

পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে।

বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী পদক্ষেপ গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন