Logo
Logo
×

জাতীয়

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত

সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০ আসনের মধ্যে আদালতের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত থাকবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, গত বৃহস্পতিবার রাতে আদালতের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুসারে, সংশ্লিষ্ট আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ভোটগ্রহণ বন্ধ থাকবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে একটি গণভোট আয়োজনের ঘোষণাও রয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা রঙের, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বর্তমানে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া চলছে, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন