Logo
Logo
×

জাতীয়

সম্পদের ভুল বা মিথ্যা হিসাব দিলে চাকরি থাকবে না: জনপ্রশাসন সচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম

সম্পদের ভুল বা মিথ্যা হিসাব দিলে চাকরি থাকবে না: জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সম্পদের ভুল বা মিথ্যা হিসাব দেন, তবে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি চাকরিও হারাতে পারেন তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সচিব জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে চলতি বছরের সম্পদ বিবরণী জমা দেয়ার শেষ সময়সীমা ৩০ নভেম্বর। সংশ্লিষ্টরা সিলগালা করা খামে তাদের সম্পদের হিসাব জমা দেবেন।

ড. মোখলেস উর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি ১৯৮৯ অনুযায়ী, সম্পদের ভুল বা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। শাস্তির মধ্যে রয়েছে তিরস্কার, পদোন্নতি বন্ধ, আর্থিক ক্ষতি আদায় এবং গুরুতর শাস্তির ক্ষেত্রে চাকরি থেকে অপসারণ, বাধ্যতামূলক অবসর ও পদাবনতি।

তিনি বলেন, ‘যারা আর্থিকভাবে ‘ফাইনানশিয়াল জায়ান্ট’ হয়ে উঠেছেন, তারা এই ব্যবস্থার মাধ্যমে সতর্ক হবেন। এ উদ্যোগ দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সম্পদ বিবরণীর তথ্য খুবই গোপনীয় উল্লেখ করে সচিব বলেন, এ তথ্য সাধারণের জন্য উন্মুক্ত থাকবে না এবং তথ্য অধিকার আইন এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

জনপ্রশাসন সচিব জানান, আগে প্রতি ৫ বছর পরপর সম্পদের হিসাব দেয়ার নিয়ম থাকলেও, এখন থেকে প্রতি বছরই জমা দিতে হবে। প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীকে এই নিয়মের আওতায় আনা হয়েছে।

চাকরির বয়সসীমা ৩৫ বছর করা নিয়ে গুঞ্জনের বিষয়ে সচিব বলেন, ‘এটি সম্পূর্ণ গুজব। চাকরির বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।’ জনগণকে এসব গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন