Logo
Logo
×

জাতীয়

হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে সংগঠনটি। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এ সময় সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্য হতে হবে, কোনো গোপন বৈঠক গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, দিল্লির সঙ্গে কোনো গোপন বৈঠক চলবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের তিন পাশ থেকে ভারতীয় আধিপত্য বিরাজ করছে, তাই এর বিরুদ্ধে কথা বলছে ইনকিলাব মঞ্চ। একইভাবে যদি আমেরিকা আধিপত্য বিস্তার করতে চায়, তার বিরুদ্ধেও অবস্থান নেওয়া হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো শক্তির কাছে সমর্পণ করা হবে না।

ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, তিনি আমাদের লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। এখন সেই পথ ধরে এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য একটাই— বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন