Logo
Logo
×

জাতীয়

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ৯টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ৯টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, কুয়াশার তীব্রতায় ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সাময়িকভাবে অবতরণ বন্ধ রাখতে হয়। এ সময় ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি আরও জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ধীরে ধীরে ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

এদিকে ঢাকাসহ সারাদেশে গত কয়েক দিন ধরে শীত ও ঘন কুয়াশার প্রভাব ব্যাপকভাবে অনুভূত হচ্ছে। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনও দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে বিমান চলাচলসহ যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্নের আশঙ্কা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন