Logo
Logo
×

জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস দীর্ঘ আলোচনা ও যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার নীতিগত সম্মতি দিয়েছে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন হলে বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। কেনার পরিকল্পনায় রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ মডেলের বিমান।

বিমানের নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে সংযোগ বৃদ্ধি পাবে, বহরের সক্ষমতা বাড়বে এবং রাষ্ট্রীয় ও বাণিজ্যিক উভয় খাতেই কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। পূর্বে অন্তর্বর্তী সরকার বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল; পরে এয়ারবাসও প্রতিযোগিতা করলেও চূড়ান্তভাবে বোয়িংই এগিয়ে থাকে।

সরকারি অনুমোদন ও আর্থিক ব্যবস্থাপনা সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে নতুন উড়োজাহাজ সরবরাহ শুরু করবে বোয়িং।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন