Logo
Logo
×

জাতীয়

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ছবি : সংগৃহীত

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আগামী ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় অনলাইনে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করা যাবে।

তিনি আরও বলেন, ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত করা হয়েছে। মেলায় ‘এক্সপোর্ট এনক্লেভ’ নির্মাণ করা হয়েছে রপ্তানি খাতের সক্ষমতা প্রদর্শনের জন্য। এছাড়া ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনের জন্য ‘বাংলাদেশ স্কয়ার’ তৈরি করা হয়েছে।

মেলায় থাকছে ইলেকট্রনিকস ও ফার্নিচার জোন, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার, শিশুদের বিনোদনের জন্য দুটি পার্ক, উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র এবং মহিলা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত স্টল। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে এবং বিকল্প হিসেবে পাট ও বস্ত্রের ব্যাগ সরবরাহ করা হবে।

এবারের মেলায় ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে। প্রদর্শিত হবে দেশি বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস, ইলেকট্রনিকস, ফার্নিচার, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, হারবাল ও টয়লেট্রিজ, প্রক্রিয়াজাত খাদ্যসহ নানা পণ্য।

দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় থাকবে এটিএম বুথ, মা ও শিশু কেন্দ্র, রক্ত সংগ্রহ কেন্দ্র, মসজিদ, বিশ্রামাগারসহ প্রয়োজনীয় সেবা। কুড়িল, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির ২০০টির বেশি শাটল বাস চলবে। সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত ১১টায়।

প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহতরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। মেলা চলবে মাসব্যাপী প্রতিদিন সকাল ৯টা ৫৫ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত, সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত।

১৯৯৫ সাল থেকে দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন