Logo
Logo
×

জাতীয়

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা

ছবি : সংগৃহীত

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

রোববার (২৮ ডিসেম্বর) তিনি গণমাধ্যম দুটির ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, গণতন্ত্রে মতভেদ থাকবেই, তবে সহিংসতা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি আরও বলেন, গণমাধ্যম স্বাধীন থাকা উচিত এবং সরকারের কোনো হস্তক্ষেপ থাকা উচিত নয়। গণমাধ্যম হচ্ছে সরকারের চোখ, তাই সরকার ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে। গণমাধ্যমের ভূমিকা দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জনগণ সত্য জানতে চায় এবং গণমাধ্যম সেই দায়িত্ব পালন করবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানকে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে।

উপদেষ্টা আরও বলেন, এত বড় দুর্ঘটনার পরও মাত্র এক দিনের মধ্যে পত্রিকা প্রকাশের সক্ষমতা সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয়। তিনি প্রথম আলো ও ডেইলি স্টারের কর্মকর্তা-কর্মচারীদের দৃঢ়তার প্রশংসা করেন এবং ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ, প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ দায়িত্বশীল কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন