ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
ঘন কুয়াশাজনিত কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন ও বহির্গমনকারী একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে অবতরণ ও উড্ডয়ন করেছে। তবে কোনো ফ্লাইটকে অন্য স্থানে ডাইভার্ট করতে হয়নি।
রোববার বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, ভোর থেকে সকাল পর্যন্ত রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় ফ্লাইট পরিচালনায় সাময়িক বিঘ্ন দেখা দিয়েছে। এর ফলে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়নি।
সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ফ্লাইট পরিচালনা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বিবেচনায় সব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে।
বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করছে। যাত্রীদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভ্রমণের আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।



