হাদির হত্যার বিচারের দাবিতে রাতভর শাহবাগে অবস্থান করার ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। একইসঙ্গে তারা রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেয়।
সন্ধ্যার পরও আন্দোলন অব্যাহত থাকে এবং অবরোধের কারণে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ইনকিলাব মঞ্চ ও ডাকসুর নেতাদের আহ্বানে সন্ধ্যার পর থেকে ছাত্র-জনতার জমায়েত আরও বাড়তে থাকে।
সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, খুনিদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। তিনি আরও বলেন, ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত কোনো সমাধান হবে না।
তিনি ঘোষণা দেন, শহীদ ওসমান হাদির রক্তের বিচার আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন। সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে জবাব না দেওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। রাতভর অবস্থান কর্মসূচি চলবে এবং খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।



