ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসায় প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
এর আগে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন। সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান দলের শীর্ষ নেতাদের সঙ্গে। তার কিছুক্ষণ আগে সেখানে যান স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। লক্ষ লক্ষ মানুষের উদ্দেশে দেওয়া ঐতিহাসিক ভাষণে তিনি দেশের গণতন্ত্র রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেন।
সংবর্ধনা শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে সময় কাটান এবং পরে গুলশানের বাসভবনে ফিরে আসেন।



