৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমার নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম
ছবি : সংগৃহীত
২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রাথমিক নিবন্ধনকৃত হজযাত্রীদের প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। যারা এখনও সম্পূর্ণ অর্থ জমা দেননি, তাদের অবশিষ্ট টাকা দ্রুত জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে।



