Logo
Logo
×

জাতীয়

বেনজীরের জব্দকৃত ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

বেনজীরের জব্দকৃত ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর

ছবি : সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দকৃত চারটি ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন। সোমবার (২২ ডিসেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এর আগে গত ১০ নভেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট অনুমোদন দেয় দুদক। পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য সংগ্রহের জন্য চিঠি পাঠানো হয়।

দুদক জানায়, আদালতের আদেশে গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, এমনকি ব্যক্তিগত পোশাক ও জুতাসহ মোট ৭৯২ ধরনের মালামাল ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে। নিলামে মালামাল নষ্ট হওয়ার ঝুঁকি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিন অর্থপাচারের অভিযোগে বিএনপি মনোনীত চাঁদপুর-২ আসনের প্রার্থী জালাল উদ্দিন ও তার পরিবারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

এছাড়া উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগে সাবেক এমপি রাশেদ খান মেননসহ ৫৭ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুদক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন