Logo
Logo
×

জাতীয়

হাদি হত্যাকারী দেশেও থাকতে পারে, বিদেশেও: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

হাদি হত্যাকারী দেশেও থাকতে পারে, বিদেশেও: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, আবার বিদেশেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৮তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মূল আসামি ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে তিনি বলেন, “কোথায় আছে জানলে তো তাকে ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তবে বৈধ পথে সে বিদেশে যায়নি।”

তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে যৌথবাহিনী পুলিশ, র‍্যাব ও বিজিবি এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছে মূল আসামি ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, মা-বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান।

পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “পদত্যাগ করলে তো আর এখানে বসতাম না।”

দেশে নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জন রাজনীতিবিদকে গানম্যান দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ডিজিএফআই, এনএসআই ও এসবি মিলে ঝুঁকিপূর্ণদের তালিকা তৈরি করেছে। তবে কিছু রাজনীতিবিদ গানম্যান নিতে চাননি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন