Logo
Logo
×

জাতীয়

দিল্লিতে হাইকমিশনে হামলার ব্যাখ্যা প্রত্যাখ্যান করল অন্তর্বর্তী সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

দিল্লিতে হাইকমিশনে হামলার ব্যাখ্যা প্রত্যাখ্যান করল অন্তর্বর্তী সরকার

ছবি : সংগৃহীত

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার ঘটনায় দিল্লির দেওয়া ব্যাখ্যা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে হত্যার হুমকি দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে সরকার।

রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতীয় প্রেস নোটে যা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার ভেতরে অবস্থিত, সেখানে ২০-২৫ জন চরমপন্থি সংগঠনের সদস্য কীভাবে প্রবেশ করতে পারল সেটিই বড় প্রশ্ন। এর অর্থ তারা অনুমতি পেয়েই প্রবেশ করেছে।

তৌহিদ হোসেন বলেন, হাইকমিশনার ও তার পরিবার ওই ভবনে বসবাস করেন। হামলার সময় তারা আতঙ্কিত হয়েছেন। মাত্র দুজন নিরাপত্তাকর্মী থাকায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এটি সংশ্লিষ্ট দেশের দায়িত্ব হলেও তা পালিত হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশি গণমাধ্যমে এ ঘটনার সঠিক তথ্য প্রকাশিত হয়েছে। ভারতীয় পক্ষ যেভাবে ভুল উপস্থাপনের অভিযোগ করছে তা সত্য নয়।

ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন। এ ঘটনার সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যু একসঙ্গে করা ঠিক নয়। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

ঢাকা কোন ফরম্যাটে প্রতিবাদ জানাবে—এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আলাপ না করাই ভালো। দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে এবং বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

ঢাকা-দিল্লি টানাপড়েনের কারণে বাংলাদেশ মিশন ছোট করে আনার বিষয়ে তিনি বলেন, যদি পরিস্থিতি তেমন হয় তবে সে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত বাংলাদেশ ভরসা রাখছে যে ভারত যথাযথ ব্যবস্থা নেবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন