হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতের আহ্বানও জানান তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গুতেরেসের মুখপাত্র স্টেফানে দুজারিক নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, 'মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সংগতি রেখে একটি দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ছেন।'
এ ছাড়া ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে একটি সুন্দর নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযম প্রদর্শনের অনুরোধও করেছেন তিনি।



