Logo
Logo
×

জাতীয়

ওসমান হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম

ওসমান হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক। তিনি দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার রক্ষার স্বার্থে এ ঘটনার সঠিক তদন্ত জরুরি। ভলকার টুর্ক তার বিবৃতিতে বলেন, হাদিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হামলার বিষয়ে কর্তৃপক্ষকে পক্ষপাতহীন, গভীর ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষার জন্য সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেন, প্রতিহিংসা ও প্রতিশোধ কেবল বিভাজন বাড়াবে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে।

অন্যদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহ হিমাগারে নেওয়া হয়। ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেন। পরিবারের দাবির ভিত্তিতে শনিবার মিছিলসহ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন