সারাদেশে তাপমাত্রা কমতে পারে: আবহাওয়া অধিদপ্তর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনের শেষের দিকে দেশের তাপমাত্রা কমতে পারে। বুধবার (১৭ ডিসেম্বর) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এক পূর্বাভাসে এ তথ্য জানান।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে এবং রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে আবহাওয়া শুষ্ক থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকে সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।



