সশস্ত্র বাহিনীর বিজয় দিবস অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
ছবি : সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সমন্বিত ব্যান্ড পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অর্কেস্ট্রা পরিবেশনের পাশাপাশি দেশের বিভিন্ন সেনানিবাস ও ঘাঁটিতে সীমিত আকারে ব্যান্ড পরিবেশনা করা হয়। বিমান বাহিনীও খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার ও মাতারবাড়ী এলাকায় ফ্লাই পাস্ট পরিচালনা করে।
বিজয়ের ৫৪তম বছর পূর্তিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমানসহ মোট ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা নিয়ে আকাশ থেকে ফ্রি ফল জাম্পের মাধ্যমে অবতরণ করেন। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্প, যা সফল হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হবে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, সশস্ত্র বাহিনীর প্রধানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম, খুলনা, মোংলা, পায়রা বন্দর, সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা ও বরিশালের বিআইডব্লিউটিসি ঘাটে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। একই সঙ্গে সামরিক জাদুঘরসহ তিন বাহিনীর অন্যান্য জাদুঘর বিনা টিকিটে সর্বসাধারণের জন্য খোলা রাখা হয়।



