ওসমান হাদির সিঙ্গাপুরে চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দ দেবে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দেওয়া হবে। তবে এখনো কমিশন থেকে কোনো চাহিদাপত্র পাওয়া যায়নি। চাহিদাপত্র পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
দেশের রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং সামনে আরও কঠোর হবে। নির্বাচন কমিশন প্রস্তুতিমূলক কাজগুলো ভালোভাবেই সম্পন্ন করেছে।
ওসমান হাদির চিকিৎসা ব্যয় প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “তাকে বিদেশে পাঠানোর জন্য অর্থ কোনো সমস্যা নয়। যত টাকা প্রয়োজন হবে, অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেওয়া হবে।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।



