Logo
Logo
×

জাতীয়

মানিলন্ডারিংয়ের অভিযোগ

বাংলা টিভির এমডি সামাদুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২২ এএম

বাংলা টিভির এমডি সামাদুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা টিভি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৪ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, সৈয়দ সামাদুল হক ৪ কোটি ৫ লাখ ২১ হাজার ৭৫৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অপরাধলব্ধ অর্থের মধ্যে ৩ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৪৪ টাকার কোনো বাস্তব অস্তিত্ব না থাকা সত্ত্বেও তা রূপান্তর দেখিয়ে বৈধ হিসেবে প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে দুদক মনে করছে।

দুদকের অনুসন্ধানে সম্পদের চিত্র অনুযায়ী, অনুসন্ধানকালে সৈয়দ সামাদুল হকের মোট প্রাপ্ত সম্পদের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৭৭১ টাকা। এর বিপরীতে সম্পদ অর্জনে তার বৈধ আয়ের পরিমাণ পাওয়া গেছে ৭ কোটি ৩৪ লাখ ১০ হাজার ৯০৮ টাকা। ফলে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৮৬৩ টাকা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন