ছবি : সংগৃহীত
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন বরিশাল বিভাগের, দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) কোনো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদফতর। তবে একদিন পরেই নতুন করে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলো। উল্লেখ্য, গত বছর (২০২৪) ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।



