ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই: ডিএমপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কিনা, সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১৪ ডিসেম্বর) ডিএমপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় রয়েছে।”
তিনি জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে এর মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে। তবে গুলির ঘটনায় সরাসরি জড়িত দুই অপরাধী এখনো অধরা। তারা বিদেশে পালিয়েছে কিনা, সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে দাবি করেছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হোসেন গত শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে তারা আসামের গুয়াহাটি শহরে অবস্থান করছে।
তিনি আরও উল্লেখ করেন, তাদের ভারতে অবস্থান নিশ্চিত করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব। তার তত্ত্বাবধানে হামলাকারীরা সেখানে আশ্রয় নিয়েছে।
জুলকারনাইন সায়ের দাবি, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং আরও কয়েকটি হিট টিম একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির প্রস্তুতি নিচ্ছে।



