Logo
Logo
×

জাতীয়

নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ ইসির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ ইসির

ছবি : সংগৃহীত

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসারদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্যান্য নির্বাচন কমিশনার এবং সারা দেশের সব নির্বাচনি কর্মকর্তা ও অফিসারের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়। ইসি সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি ও দায়িত্ব পালনের ঝুঁকি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিঠিতে নির্দিষ্ট করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তায় সশস্ত্র গানম্যান নিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সূত্র জানায়, সময়সূচি ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ প্রেক্ষাপটে সারাদেশের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা নির্বাচন অফিস, জেলা ও উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র, নির্বাচনি মালামাল ও সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

এ কারণে মাঠপর্যায়ের সব নির্বাচন অফিসে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে।

এদিকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্তও নিয়েছে ইসি। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় সার্বক্ষণিক গানম্যান নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের জন্য বিদ্যমান নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত একটি গাড়িসহ পুলিশ এসকর্ট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি চারজন নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের বাসভবন ও অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক গাড়িসহ পুলিশ নিরাপত্তা (এসকর্ট) প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন