Logo
Logo
×

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা

ছবি : সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। 

তিনি বলেন, পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার হাজার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। জনগণের জান-মাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।

এ সময় ডিআইজি জানান, বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরীণ অংশ পর্যন্ত চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কে আমিন বাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি না হয়।

তিনি আরও বলেন, শনিবার থেকেই ১৬ ডিসেম্বর পর্যন্ত পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার, সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন