Logo
Logo
×

জাতীয়

এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদি

ছবি : সংগৃহীত

পরিবারের সিদ্ধান্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইসিইউ সংবলিত বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এর আগে দুপুরে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণার প্রস্তুতিকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে লাইফ সাপোর্ট দিয়ে জরুরি অস্ত্রোপচার করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাদিকে আনার সময় তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। পরে তাকে সিপিআর দিতে হয়। তার মাথার ভেতরে গুলি রয়েছে এবং কানের আশেপাশেও আঘাত পাওয়া গেছে।

ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা আব্দুল আল নোমান সাংবাদিকদের বলেন, “প্রথমে তিনটি গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেলে চড়ে দুইজন এসে গুলি করে পালিয়ে যায়। হাদি ভাই কানের নিচে গুলিবিদ্ধ হন।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন