Logo
Logo
×

জাতীয়

শিক্ষা ক্যাডারে রেকর্ড পদোন্নতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ এএম

শিক্ষা ক্যাডারে রেকর্ড পদোন্নতি

ছবি : সংগৃহীত

শিক্ষা ক্যাডারে রেকর্ড পদোন্নতি দিয়েছে সরকার। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে ২ হাজার ৭০৬ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৯৫ জনকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে ১ হাজার ৭১১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দুটি পৃথক আদেশে তাদের পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি বিশ্লেষণ করে দেখা গেছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯৯৫ কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ২১তম, ২২তম এবং ২৩তম বিসিএসভুক্ত ক্যাডাররা এ পদোন্নতিতে স্থান পেয়েছে। একইভাবে সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা ২৬তম, ২৭তম এবং ২৮তম বিসিএসের ক্যাডারভুক্ত কর্মকর্তা।

এর আগে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির জন্য ১ হাজার ৩১ জনকে প্রস্তাব করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ পদের জন্য পদোন্নতিযোগ্য ব্যাচ ২১তম থেকে ২৩তম বিসিএসকে বিবেচনা নেওয়া হয়। সেখান থেকে ৯৯৫ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ২ হাজার ৭০০ জনের পদোন্নতির প্রস্তাব পাঠায় মাউশি। এ ক্ষেত্রে ২৬তম থেকে ৩০তম বিসিএস ব্যাচকে অন্তর্ভুক্ত করা হয়। সেখান থেকে ২৬ থেকে ২৮তম ব্যাচের ১ হাজার ৭১১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে গত ২১ নভেম্বর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হিসেবে ১ হাজার ৮৭০ প্রভাষককে সহকারী অধ্যাপক পদে রেকর্ড পদোন্নতি দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন