উপদেষ্টা আসিফ-মাহফুজের সম্পদের হিসাব প্রকাশের দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। একই সঙ্গে তাদের অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও দুদক এ বিষয়ে নীরব রয়েছে।
তাদের বক্তব্যে বলা হয়, দুর্নীতির কারণে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন। তাই যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান দুদক দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। একইদিন রাতে প্রেস সচিব শফিকুল আলম জানান, তাদের পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।



