পোস্টাল ভোট: প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৭ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের নানা দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে ৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৮৪ হাজার ৩৪৯ জন পুরুষ এবং ২৩ হাজার ২২৮ জন নারী ভোটার।
দেশভিত্তিক তালিকায় সৌদি আরব শীর্ষে রয়েছে ৮৪ হাজার ৬০০ ভোটার নিয়ে। এরপর কাতার ২৫ হাজার ২৫৭, যুক্তরাষ্ট্র ২০ হাজার ৭৫৫, সংযুক্ত আরব আমিরাত ১৯ হাজার ৮৫২, মালয়েশিয়া ১৮ হাজার ১৫৬, সিঙ্গাপুর ১৫ হাজার ২৯৪, যুক্তরাজ্য ১৩ হাজার ৬৬৩, ওমান ১২ হাজার ৬২৫ এবং ইতালি ৯ হাজার ৯৬৫ জন নিবন্ধন করেছেন। কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কুয়েত ও জাপান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার যুক্ত হয়েছেন।
সরকারি চাকরিজীবীদের জন্য নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসি জানিয়েছে, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত, নিজ এলাকায় বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন।
একই সঙ্গে সৌদি আরবসহ সাত দেশে প্রবাসীদের ঠিকানা সংশোধনের সময় ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্য ছয় দেশ হলো কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইন।
ইসি প্রবাসীদের সঠিক ঠিকানা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, ভুল ঠিকানা দিলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। বিদেশে ভোট দিতে হলে অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ থেকে নিবন্ধন করতে হবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটির উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। প্রবাসী ভোটারদের জন্য এটি প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ডাকভোট গ্রহণের সুযোগ তৈরি করেছে।



