ছবি : সংগৃহীত
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ পাচ্ছে নতুন কমিশনার। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনার নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারের স্থলাভিষিক্ত হবেন। একই আদেশে আরও ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এদিকে নির্বাচনের আগে অপরাধ দমন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, “সব ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করার মতো কোনো ম্যাজিক আমার কাছে নেই।” সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে। উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের জন্য সব ধরনের পূর্ব প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ জানুয়ারির মধ্যেই শেষ হবে। ভোটের সময় প্রতিটি কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগেই সব অপরাধ বন্ধ হয়ে যাবে সেটা বলা ঠিক নয়। যদি কোনো সুইচ থাকত যা অফ করলেই অপরাধ বন্ধ হয়ে যেত, তাহলে সেটি ব্যবহার করতাম। কিন্তু বাস্তবে এমন কোনো ম্যাজিক নেই।”



