ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।
রোববার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। এর আগে ভোটগ্রহণ চলত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে এবং সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য। তিনি বলেন, তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা আরও বাড়ানো হবে।
তিনি আরও জানান, ভোটের আগের রাতেই ব্যালট ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তারা। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের ভোটের কাজে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিল ঘোষণার পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। এছাড়া উপদেষ্টা পরিষদের কোনো সদস্য পদে বহাল থেকে ভোট করতে পারবেন না।
নির্বাচনী পোস্টার বিষয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার সরাতে হবে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী ভোটারদের জন্য সোমবার থেকেই ব্যালট ছাপানো শুরু হয়েছে বলেও জানান তিনি।



