Logo
Logo
×

জাতীয়

উপদেষ্টা পর্ষদে পাস হয়েছে পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

উপদেষ্টা পর্ষদে পাস হয়েছে পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ

ছবি : সংগৃহীত

বাংলাদেশে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ উপদেষ্টা পর্ষদে পাস হয়েছে। কমিশনের প্রধান থাকবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক। বিষয়টি জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আজকে আমাদের গুরুত্বপূর্ণ পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে। কমিশনের প্রধান হবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক। এছাড়া গ্রেড ওয়ানের নিচে নয় এমন কোনো সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিংবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও সদস্য হতে পারবেন। মানবাধিকার ও সুশাসন বিষয়ে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অধ্যাদেশ পাস হয়।

উপদেষ্টা জানান, পুলিশ কমিশনের মূল উদ্দেশ্য হলো পুলিশকে জনবান্ধব ও প্রভাবমুক্ত করা। কমিশন সরকারের সঙ্গে কাজ করে মানবাধিকার সংবেদনশীল পুলিশিং, আধুনিকায়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সংস্কারের বিষয়ে সুপারিশ দেবে।

তিনি আরও বলেন, কমিশনের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো— নাগরিকদের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি করা এবং পুলিশ সদস্যদের পেশাগত অভিযোগ সমাধান করা। এছাড়া পুলিশিং কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে কমিশন।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, কল্যাণমূলক ব্যবস্থাপনা এবং পুলিশ সংক্রান্ত আইন-নীতি নিয়ে গবেষণার বিষয়েও সরকারকে সুপারিশ করবে কমিশন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন