ছবি : সংগৃহীত
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি বড় সুযোগ। নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মিলার বলেন, “সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনার লক্ষ্যে ইসির মহড়া দেখার সুযোগ হয়েছে আমার। নির্বাচনের প্রাক-প্রস্তুতি দেখে আমি অভিভূত। সার্বিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে কাজ করা হয়েছে।”
তিনি জানান, এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় প্রতিনিধি দল পর্যবেক্ষণে থাকবে। ইইউ সময়মত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সমর্থন করে এবং এ ধারা অব্যাহত থাকবে।
এর আগে শনিবার শেরেবাংলানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘মক ভোটিং’ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি।
সিইসি জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।
মিলার বলেন, “নির্বাচন কমিশনের অঙ্গীকার, পেশাদারিত্ব এবং ভোট পরিচালনার সক্ষমতা দেখতে পেয়েছি। ২০২৬ সালে বিশ্বের অন্যতম বড় নির্বাচন হচ্ছে বাংলাদেশে। ইইউ এবারের নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক মিশন নিয়োজিত রাখার প্রস্তুতি নিচ্ছে।”



