ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়নি: ডিএমটিসিএল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীতে সাম্প্রতিক ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ভৌত সরণ বা বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভূমিকম্পের পরপরই চার থেকে পাঁচ ঘণ্টা ধরে মেট্রোরেলের সব স্ট্রাকচার সরেজমিনে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়নি।
তিনি জানান, নিয়ম অনুযায়ী যেকোনো ঘটনার পর জনসাধারণের জন্য সার্ভিস চালুর আগে ট্রেন টেস্ট রান করা হয়। ভূমিকম্পের দিনও দুটি ট্রেন দুই দিক থেকে চালানো হয়। এছাড়া ফার্মগেট ও বিজয় সরণি এলাকার বিয়ারিং প্যাডগুলোও ফিজিক্যালি পরীক্ষা করা হয়েছে। এ কারণে ট্রেন চালু করতে ২৭ মিনিট বিলম্ব হয়।
সোশ্যাল মিডিয়ায় মেট্রোরেল ভেঙে পড়ার গুজব প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, “আমরা নিজেরা পরীক্ষা করে দেখেছি— কোনো ভৌত সরণ হয়নি। শুধু একটি দেয়ালে সামান্য ফাটল, দুটি টাইলস খসে পড়া এবং সিলিং থেকে দুটি প্যাড খুলে গেছে। আমার বাসার দেয়ালও ফেটেছে, কিন্তু কেন ফেটেছে সেটা বলা কঠিন।”



