Logo
Logo
×

জাতীয়

ডিএমটিসিএল এমডি

‘গত কয়েকদিনে মেট্রো লাইনে ৭টি ককটেল পাওয়া গেছে’

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম

‘গত কয়েকদিনে মেট্রো লাইনে ৭টি ককটেল পাওয়া গেছে’

ছবি : সংগৃহীত

গত কয়েকদিনে মেট্রো লাইনের উপর ৭টি ককটেল পাওয়া গেছে বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ

সোমবার (১ ডিসেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ফারুক আহমেদ বলেন, মানুষের হিউম্যান সাইডটা বাড়াতে হবে। আপনি যদি হিউম্যান সাইড না বাড়ান তাহলে আমি যতই সিকিউরিটি ইনফোর্সমেন্ট তৈরি করি না কেন, সেটি কখনো কার্যকর হবে না।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গত সপ্তাহে ট্র্যাকের উপর ড্রোন পড়েছে। গত কিছুদিনে টোটাল সাতটা ককটেল পাওয়া গেছে। আমরা জনগণের সচেতনতার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা পজিটিভ কিছু লিখুন। এই সম্পদটা শুধু ডিএমটিসিএল এর না। এই সম্পদটা আমাদের সবার। আমরা যেন এটা রক্ষা করতে পারি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন