ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলছে। নারী-পুরুষ মিলে মোট ৫০০ জন ভোটার মক ভোটে অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মক ভোটিংয়ে সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, তৃতীয় লিঙ্গের ভোটার, প্রতিবন্ধী এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) প্রকল্পের ভোটাররা অংশগ্রহণ করছেন।
সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কার্যক্রম পরিদর্শনে আসবেন বলে জানিয়েছে ইসি।



